শোয়েব মজুমদার
২০২৪ সালের ভয়াবহ বন্যায় তলিয়ে গেছে পরশুরাম সলিয়া গ্রামের মিনা রানীর ঘর। সর্বস্ব হারিয়ে মিনা রানী আজ সবার দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছে। বন্যার পরের থেকে দুচোখের পানি তার একমাত্র সঙ্গী। তাকে দেখার মত নেই কেউ।স্বামীহারা এই মিনা রানীর সংসারে নেই কোন কর্মক্ষম ব্যক্তি। এরই মাঝে বন্যার করাল গ্রাসে সর্বস্ব হারানোর শোকে প্রায় পাথর হয়ে গেছে। সৃষ্টিকর্তার অপার মহিমায় প্রতিবেশী দুজন মানুষ তার পাশে ছায়া হয়ে দাঁড়ায়। সে দুজন মানুষ হচ্ছে তানজিদুর রহমান ও শাহেদুর রহমান। ওরা দুজনই সহোদর ভাই মিলে নারায়ণগঞ্জ ও কুমিল্লা রোটারি ক্লাবের পূর্ণাঙ্গ সহযোগিতায় মিনা রানী কে একটি ঘর করে দেয়।বন্যার ১৩৮ দিনকে স্মৃতি করে রাখতে নারায়ণগঞ্জ কুমিল্লা লটারি ক্লাবের উদ্যোগে তার জন্য ১৩৮ পিচ ঘরের প্রয়োজনীয় সরঞ্জামাদি নিয়ে আসে। (০৪/০১/২০২৫)।এত সব দেখে মিনা রানী আজ তাদেরকে দুচোখের পানি নিয়ে কৃতজ্ঞতারবসে তাদের পাশে দাঁড়িয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন। এমন একটি মহতি উদ্যোগে এই সংগঠন কে গ্রামবাসী স্বাগত জানায়।