ফেনী শহরের আদালত পাড়া এলাকা (খাজুরিয়া) তাহফিজুল কুরআন ইন্টারন্যাশনাল মাদরাসার বার্ষিক অভিভাবক সমাবেশ, পুরস্কার বিতরণী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১১ ডিসেম্বর) সকালে মাদরাসা সংলগ্ন মাঠে এ অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
মাদরাসার প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ হাফেজ মাওলানা মাসউদ ইকবালের সভাপতিত্বে উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ আলাউদ্দিন।এতে বিশেষ অতিথি ছিলেন, ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক সংগ্ৰামের জেলা প্রতিনিধি একেএম আবদুর রহীম, বিশিষ্ট সমাজসেবক রফিকুল হক নিপু।
এতে গুরুত্বপূর্ণ আলোচনা করেন, বিরিঞ্চি সুপিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শাহ মু ইয়াছিন, বারাহিপুর জামেয়া ইসলামিয়া মাদ্রাসার মাওলানা মুমিনুল হক জাদিদ প্রমূখ।এতে দোয়া পরিচালনা করেন লালপোল সিলোনীয়া জামিয়া মাদানিয়ার সহকারী মুহতামিম, বিশিষ্ট আলেমেদ্বীন মুফতি আহমদ উল্লাহ কাসেমী।পরে অতিথিবৃন্দ পুরস্কার প্রাপ্ত ছাত্রদের হাতে পুরস্কার ও ক্রেস্ট তুলে দেন।