১০ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৭শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম :
ভারত থেকে অবৈধ অনুপ্রবেশকালে ফেনীতে বিজিবির হাতে আটক আফ্রিকান নারী বন্যায় মিনা রানীর তলিয়ে যাওয়া ঘর পূর্ণ নির্মাণ করে দিলেন নারায়ণগঞ্জ ও কুমিল্লা রোটারি ক্লাব খলিলুর রহমান কল্যাণ ট্রাস্টের শীতবস্ত্র বিতরণ ১২ লাখ টাকা মুক্তিপণ না পেয়ে ফেনীতে শিশু হত্যা ফেনী রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি ঘোষণা সভাপতি শাহাদাত – সম্পাদক দিদার ফেনী আদালত পাড়াস্থ তাহফিজুল কুরআন ইন্টারন্যাশনাল মাদরাসার অভিভাবক সমাবেশ ফেনীতে যৌথবাহিনীর অভিযান ভুয়া সেনা সদস্য গ্রেপ্তার সানরাইজ ইনস্টিটিউট এর অভিভাবক ও সুধী সমাবেশ শান্তি-সম্প্রীতি প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হয়ে কাজ করবো ফেনীতে শিক্ষার্থীদের বিক্ষোভ, ইসকন নিষিদ্ধের দাবি

সানরাইজ ইনস্টিটিউট এর অভিভাবক ও সুধী সমাবেশ

দাগনভূঞা উপজেলার বেকের বাজার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সানরাইজ ইনস্টিটিউটের অভিভাবক ও সুধী সমাবেশ শনিবার স্কুল মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরেণ্য চিকিৎসক, নোয়াখালী মেডিকেল কলেজের প্রাক্তণ অধ্যক্ষ প্রফেসর ডা: মলয় কান্তি চক্রবর্তী। বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সভাপতি মোহাম্মদ শাহাদাত হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন দাগনভূঞা থানার অফিসার ইনচার্জ লুৎফর রহমান, বিশিষ্ট শিল্পউদ্যোক্তা ও শিক্ষানুরাগী আ.জ.ম সালেহ অর্পণ, শিক্ষানুরাগী আ.ন.ম আবদুর রহীম, ফেনী জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মিজানুর রহমান সেলিম। সিনিয়র সহকারী শিক্ষক আবুল মানছুরের সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রধান শিক্ষক আবিদ উল্যাহ মজুমদার, বেকের বাজার পরিচালনা কমিটির সভাপতি জহিরুল কাইয়ুম রাহাত, ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা নুরুল আমিন, জেলা যুবদল নেতা নাসির উদ্দিন, দৈনিক কালবেলা ফেনী প্রতিনিধি মিজানুর রহমান, দাগনভূঞা প্রেস ক্লাবের সাবেক সভাপতি এম এ তাহের, সাবেক সহ-সভাপতি কাজী ইফতেখার, অভিভাবক মাষ্টার রুহুল আমিন ও ধনু মিয়া। অনুষ্ঠানে ৮ জন নারী অভিভাবককে সেরা মা পুরস্কার দেয়া হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, যখন বেকের বাজারে কোন শিক্ষা প্রতিষ্ঠান ছিল না তখন ১৯৯৭ সালে সানরাইজ ইনস্টিটিউটের যাত্রা শুরু হয়। নানা প্রতিকূলতা অতিক্রম করে প্রতিষ্ঠানটি স্বগৌরবে টিকে আছে। ইতিমধ্যে নিম্নমাধ্যমিক বিদ্যালয়ে উন্নীত হয়েছে। বিদ্যালয়টিকে নিজস্ব জায়গায় স্থানান্তর করে মাধ্যমিক পর্যায়ে উন্নীত করার জন্য সবার প্রতি আহবান জানানো হয়

স্বদেশ কণ্ঠ

 

প্রতিষ্ঠাতা সম্পাদকঃ

মরহুম খলিলুর রহমান

 

সম্পাদক ও প্রকাশকঃ

নুর তানজিলা রহমান

 

মোবাইল: ০১৬৭৩-৬৫৫৫২৫
ইমেইল: swadeshkontho@gmail.com
ঠিকানা: হাজী ফজল মাস্টার লেইন , মিজান রোড , ফেনী।