সাংগঠনিক কার্যক্রম বৃদ্ধি করার লক্ষে ফেনী সদর উপজেলা লেমুয়ার ঐতিহ্যবাহী ক্রীড়া ও স্বেচ্ছাসেবী সংগঠন নেয়াজপুর সূর্যতরুণ স্পোর্টিং ক্লাবের নতুন কমিটির ঘোষণা করা হয়েছে।
শুক্রবার (১ নবেম্বর) রাতে ক্লাবের অস্থায়ী কার্যালয়ে আলোচনা সভার মাধ্যমে সকল সদস্যর সম্মতিক্রমে আগামী দুই বছরের জন্য আনোয়ার হোসেনকে সভাপতি ও আবদুর শুক্কুরকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করে উপদেষ্টা সাইদুল হক বাবলু।
কমিটির অপর সদস্যরা হলেন- সহ-সভাপতি মোঃ মনছুর আলম, সহ-সভাপতি আকবর হোসেন, সহ-সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, সহ সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম,প্রচার সম্পাদক এনায়েতুল করিম ইমন,ক্রীড়া সম্পাদক আকিব হায়দার, সহ ক্রীড়া সম্পাদক আশরাফুল ইসলাম হাছান, প্রভাসী কল্যান সম্পাদক মেহেদী হাছান অপু,সহ প্রভাসী কল্যান সম্পাদক রেজাউল করিম হৃদয়, শিক্ষা ও ছাত্র কল্যান সম্পাদক সাফায়াত হোসেন,ত্রান ও সমাজ কল্যন সম্পাদক ইসরাফিল উদ্দিন, ধর্ম সম্পাদক ইমরান হোসেন রাকিব,দপ্তর সম্পাদক মোঃ হাসান,সহ দপ্তর সম্পাদক মোঃ আসিফ, সদস্য শেখ ফরিদ ড়াইভার, সদস্য আবদুর রহিম, সদস্য সাইফুল ইসলাম,সদস্য শেখ ফরিদ।
নবনির্বাচিত সভাপতি ও সাধারন সম্পাদক বলেন এই সংগঠনের মূল উদ্দেশ্য হচ্ছে সমাজের কল্যানমূলক কর্ম যা আমাদের সংগঠনের সকল সদস্যদের মধ্যে ঐক্য ও পারস্পরিক সু-সম্পর্ক এবং মাদক মুক্ত সমাজ গঠন করা। ক্লাবের হারানো গৌরব ও ঐতিহ্য রক্ষায় নিঃস্বার্থভাবে দায়িত্ব পালন করে যাওয়ার আঙ্গিকার করেন তারা।