বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ফেনী উপজেলার অন্তর্গত ৯নং লেমুয়া ইউনিয়নের ২নং ওয়ার্ড এর উদ্যোগে বুধবার (৩০ অক্টোবর ) বিকেলে দক্ষিণ চাঁদপুর গ্রামে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাজী কবির আহম্মদ এর সভাপতিত্বে ও লেমুয়া ইউনিয়ন ছাএদলের সাবেক সভাপতি আবদুল্লাহ আল মামুনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেমুয়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি মোঃ শাহআলম মিয়াজী, সিনিয়র সহ সভাপতি সালেহ আহাম্মদ, সাধারণ সম্পাদক ইয়াসিন রিপন মেম্বার, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম মিন্টু,সিনিয়র যুগ্ম-সম্পাদক শাহাজাহান প্রচার সম্পাদক মেজবাহ উদ্দিন ভূঁইয়া,ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি শহীদুল ইসলাম,জেলা যুবদলের সদস্য জিয়াউল হক জেবু, ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শাকিল আহাম্মদ, ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি জাকির আহাম্মদ,সদর থানার জিয়া পরিষদের সভাপতি মোঃ সেলিম,ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক একরামুল হক, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সাইফ উদ্দিন মানিক।
উক্ত মতবিনিময় ও আলোচনা সভায় ৯নং লেমুয়া ইউনিয়ন ২নং ওয়ার্ডের বিএনপি ও বিএনপি’র অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দগণ উপস্থিত ছিলেন।