আব্দুল্লাহ আল হারুন
ইসলামী আন্দোলন বাংলাদেশ লেমুয়া ইউনিয়ন শাখার উদ্যোগে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ অক্টোবর) সকালে কসকা বাজারে এম রহমান মার্কেটে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৌদিআরবস্থ ইসলামি আন্দোলন বাংলাদেশের সভাপতি শায়খ মিজানুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলা ওলামায়ে মশায়েখ আম্মা পরিষদের সেক্রেটারী মুফতি আবদুর রাজ্জাক,ইসলামি যুব আন্দোলন ফেনী জেলার সভাপতি মুফতি সালাউদ্দিন আইয়ূবী সহ স্থানীয় নেতৃবৃন্দ। এই সময় ইসলামি ছাত্র আন্দোলন,যুব আন্দোলন ও ইসলামি আন্দোলনে প্রায় শতাধিক নেতাকর্মী যোগদান করেন।
বক্তারা রাষ্ট্রীয় জীবনে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য কি কি করণীয় তা নেতাকর্মীদের সামনে তুলে ধরেন। নেতারা আরও বলেন ইসলামি আন্দোলনের দাওয়াত ঘরে ঘরে পাড়ায় পাড়ায় পৌছে দেওয়ার জন্য দাওয়াতি কাজ আরও জোরদার করতে হবে।