৪ঠা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৯শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম :
সূর্যতরুণ স্পোর্টিং ক্লাবের কমিটি ঘোষণা সভাপতি আনোয়ার সম্পাদক আবদুর শুক্কুর ফেনীতে জাতীয় রক্তদান দিবসে শোভাযাত্রা ও রক্তদান কর্মসূচী লেমুয়া ইউনিয়নের ওয়ার্ড বিএনপির মতবিনিময় সভা অনুুষ্ঠিত ফেনীতে উৎসবমুখর আয়োজনে গণতন্ত্র অলিম্পিয়াড ফেনী আলিয়া কামিল মাদ্রাসা দাখিল পরীক্ষার্থীদের মাঝে ছাত্রদলের পরীক্ষা সামগ্রী বিতরণ লেমুয়া’য় বিএনপি’র মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত ফেনীতে নয়া দিগন্তের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ইসলামী আন্দোলন বাংলাদেশ লেমুয়া ইউনিয়ন শাখার উদ্যোগে প্রশিক্ষণ কর্মশালা ছাত্রলীগকে নিষিদ্ধের ঘোষণায় ফেনীতে  শিক্ষার্থীদের আনন্দ মিছিল   ১৫ দফা দাবি নিয়ে ফেনী ইউনিভার্সিটির ক্যাম্পাসে শিক্ষার্থীদের বিক্ষোভ কর্মসূচি

ফেনীতে সুজনের আয়োজনে মানববন্ধন

শনিবার ৫ আগষ্ট সকালে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন সুজন ফেনী জেলা শাখার সভাপতি অধ্যাপক রফিক রহমান ভূঁঞা।
সচেতন, সংগঠিত ও সোচ্চার জনগোষ্ঠীই গণতন্ত্রের রক্ষাকবচ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে
দেশের মধ্যে বিরাজমান রাজনৈতিক সংকট নিরসনে
রাজনৈতিক দলসমূহের মধ্যে সংলাপ ও সমঝোতার আহ্বানে মানববন্ধনের আয়োজন করে সুজন-সুশাসনের জন্য নাগরিক ফেনী জেলা কমিটি।

ফেনীতে সুজনের মানববন্ধনে বক্তারা বলেছেন, একটি জাতীয় নির্বাচন দেশের জন্য জাতীয় উৎসব। কিন্তু বাংলাদেশের জাতীয় নির্বাচন আসলে সর্বত্র ছড়িয়ে পড়ে আতঙ্ক, হানাহানি, মারামারি, মামলা, হামলা। তাই নির্বাচন নিয়ে জনগণের ভেতর ভীতিকর পরিস্থিতি সৃষ্টি হচ্ছে। ভয়ে অনেক লোক দেশ ছেড়ে পালাচ্ছে। আবার প্রবাসীরা দেশে আসতে ভয় পাচ্ছে। এ পরিস্থিতি থেকে উত্তরণের জন্য রাজনৈতিক দলগুলোকে সংলাপের মাধ্যমে সমঝোতার আহবান জানান তারা।

সুজন ফেনী শাখার যুগ্ম-সাধারণ সম্পাদক ও জেলা বেসরকারি কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোরশেদ হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন সরকারি জিয়া মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর সন্তোষ রঞ্জন নাথ, সুজন জেলা কমিটির সাধারণ সম্পাদক ও দৈনিক ফেনীর সময় সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন, শহর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক পারভেজুল ইসলাম হাজারী, শহর ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক ইকবাল আলম, ভাসানী সংসদের জেলা সাধারণ সম্পাদক এডভোকেট মেজবাহ উদ্দিন মোরশেদ, জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক পার্থ পাল চৌধুরী, চ্যানেল আই প্রতিনিধি রবিউল হক রবি, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জসিম মাহমুদ, মানবজমিন ও বিডি নিউজ প্রতিনিধি নাজমুল হক শামীম, যমুনা টিভির স্টাফ রিপোর্টার আরিফুর রহমান,

ইয়ুথ জার্নালিস্ট ফোরামের জেলা সভাপতি শাহজালাল ভুঞা, ইউএনবি ও দেশ রূপান্তর প্রতিনিধি শফি উল্লাহ রিপন, সুজন ফেনী পৌর কমিটির সভাপতি জাহিদ হোসেন বাবলু, সাধারণ সম্পাদক ইমন উল হক, ফুলগাজী উপজেলা সাধারণ সম্পাদক কবির আহাম্মদ নাসির, স্বদেশকণ্ঠ সম্পাদক নুর তানজিলা রহমান, সাংবাদিক জাহাঙ্গীর কবির লিটন, এম এ তাহের পন্ডিত, শাখাওয়াত হোসেন ও এডভোকেট মিজানুর রহমান সেলিম প্রমুখ।

স্বদেশ কণ্ঠ

 

প্রতিষ্ঠাতা সম্পাদকঃ

মরহুম খলিলুর রহমান

 

সম্পাদক ও প্রকাশকঃ

নুর তানজিলা রহমান

 

মোবাইল: ০১৬৭৩-৬৫৫৫২৫
ইমেইল: swadeshkontho@gmail.com
ঠিকানা: হাজী ফজল মাস্টার লেইন , মিজান রোড , ফেনী।