ষ্টাফ রিপোর্টার : চৌদ্দগ্রামের কৃতিসন্তান মোঃ ওমর ফারুকসহ সিলেট জেলায় কর্মরত বিভিন্ন কোম্পানির ম্যানাজার, টেরিটরি ম্যানাজার ও স্থানীয় শিক্ষকদের উদ্যোগে জেলার বিশ্বনাথ উপজেলার আলিয়া মাদ্রাসা আশ্রয় কেন্দ্রে, হাজী আয়না মিয়া আশ্রয়কেন্দ্র, ক্যাম্বিয়ান স্কুল এন্ড কলেজ আশ্রয় কেন্দ্র, রামপাশা, আমতৈল, জমশেদপুর, ভৈরাগী, সাতগ্রাম, বাংলাবাজার, কামালপুর, কাজানশ্রী, উত্তর বিশ^নাথ, পাশ^বর্তী সুনামগঞ্জ জেলার জিকারকান্দি, রশনী, দিরাই, ঘোয়াইনঘাটসহ বিভিন্ন এলাকার বন্যাদুর্গত হাজারো মানুষের মাঝে অন্তত ২হাজারের অধিক খাদ্যসামগ্রীর প্যাকেট, শুকনো খাদ্য, রান্না করা বিরিয়ানীর প্যাক বিতরণ করেছে।
চৌদ্দগ্রামের মুন্সীরহাট ইউনিয়নের খিরনলাশ গ্রামের ওমর ফারুক (সবুজ) জানান, সিলেটে চাকুরীর সুবাদে অনেক কাছ থেকে দেখেছি সিলেটবাসীদের দু:খ, দুর্দশা। বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষদের জন্য কিছু করার উদ্যোগ নিলে আমার সহকর্মী বিভিন্ন কোম্পানিতে চাকুরীরত ম্যানাজার ও স্থানীয় কিছু শিক্ষক এই উদ্যোগ বাস্তবায়নে সর্বোচ্চ ভূমিকা পালন করেন। পাশাপাশি আমার এই উদ্যোগ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হলে চৌদ্দগ্রামের বহু মানুষ আমার মাধ্যমে অনেক টাকা সহযোগীতা করে। এসব সহযোগীতায় সাহস নিয়ে আমি বন্যার শুরুর দিন থেকে এখন পর্যন্ত আমার সহকর্মীদের নিয়ে বন্যা দুর্গত সিলেট ও সুনামগঞ্জের মানুষের মাঝে শুকনো খাবার, স্যালাইন, প্রয়োজনীয় ঔষধ, রান্না করা বিরিয়ানীর প্যাকেট বিতরণ করে যাচ্ছি।