স্টাফ রিপোর্টার: চৌদ্দগ্রামের অন্যতম সামাজিক সংগঠন ‘স্বপ্নপূরণ ফাউন্ডেশন’ এর উদ্যোগে সিলেটের সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার বিভিন্ন গ্রামে এবং সুনামগঞ্জের সীমান্তবর্তী লক্ষ্মীপুর ইউনিয়নের চকবাজার এলাকাসহ বিভিন্ন স্থানে প্রায় চার টাকা সমমূল্যের সর্বমোট ৯০০ পরিবারের মাঝে জরুরি ঔষধ, মোমবাতি-লাইটার, স্যানেটারী ন্যাপকিন ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। খাদ্য সামগ্রীতে মুড়ি, চিড়া, পাকা আম, চিনি, কেকসহ নিত্য প্রয়োজনীয় খাবার ছিলো।
জরুরি এ ত্রাণ সহায়তা কার্যক্রমে উপস্থিত ছিলেন ‘স্বপ্নপূরণ ফাউন্ডেশন’ এর প্রতিষ্ঠাতা মোশাররফ হোসেন, ফাউন্ডেশনের পরিচালক মোশারফ হোসেন মুন্সী, সদস্য এনায়েত উল্লাহ মাসুম, মো: ইয়াছিন, বেলাল হোসাইন শাকিল, আরিফুর রহমান, জসিম উদ্দিন হাসান, মো: অলিউর রহমান, চিওড়া ইউনিয়ন ব্লাড ডোনেশন এর প্রতিষ্ঠাতা মোহাম্মদ হোসাইন নয়ন, ভিন্নদৃষ্টি ফাউন্ডেশনের পরিচালক ফাহিম, সৌরভসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ।