আলোকিত অনলাইন ডেস্ক: সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম বলেছেন, সম্পর্ক উন্নয়নের মাধ্যমে পুলিশ-সাংবাদিকদের দেশ ও জাতির কল্যাণে একযোগে কাজ করতে হবে ।
পুলিশের ভাল দিক যেমনি রয়েছে। তেমনি ভুল ত্রুটি ও রয়েছে। সাংবাদিকরা পুলিশের জনবান্ধব ভাল কাজের চিত্র তুলে ধরার পাশাপাশি ভুলত্রুটিও শোধরানোর পথ দেখাতে পারেন। সাংবাদিকদের কলমের জোর অনেক।
সাংবাদিকরা লেখনির মাধ্যমে সমাজের অনিয়ম ও অপরাধ দমনে যেমনি ভূমিকা রাখতে পারেন, তেমনি সমাজ পরিবর্ততে তাদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে।
তিনি গত বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে তার কার্যালয়ে সিলেট জেলা পুলিশের উদ্যোগে সিলেট প্রেসক্লাব ও ইমজার নব নির্বাচিত কর্মকর্তাদের সাথে মতবিনিময়কালে একথা বলেন।
সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) মাহবুবুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন-সিলেট প্রেসক্লাব সভাপতি ইকবাল সিদ্দিকী, সাবেক সভাপতি ইকরামুল কবির, সহ-সভাপতি এমএ হান্নান, সহ-সভাপতি আবদুল কাদের তাপাদার, ইমজার সভাপতি মাহবুবুর রহমান রিপন, সাধারণ সম্পাদক সজল ছত্রী, অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) ও সদ্য পদোন্নতি প্রাপ্ত পুলিশ সুপার ইমাম মোহাম্মদ সাদিদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) লুৎফর রহমান, সিলেট প্রেসক্লাবের কোষাধ্যক্ষ কাউসার চৌধুরী, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক কবির আহমদ প্রমুখ। অনুষ্ঠানে সিলেট প্রেসক্লাব ও ইমজার নব নির্বাচিত কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।