আমি বিলাসিনী
কষ্টের নীল রঙে রাঙানো নীলাঞ্জনা।
আমি সুহাসিনী
কারো চোখে জমে ওঠা ভর দুপুরের কান্না।
আমি যুবতী
গোলাপের পাপড়িতে লুকোনো প্রেম।
আমি মোনালিসা
বিনিদ্র রাতে যুবকের কালো ঠোঁটের রহস্য।
আমি চারুলতা
ভুবন ভুলানো মিষ্টি হাসির অধিকারী।
আমি বনলতা
অভিমানী প্রেমিকার আগমনে কাব্য কবিতার সূচনা।
আমি দিলওয়ালী
প্রেমা বৈরাগী হৃদ্রমনি বিচ্ছেদ কারীনি।
আমি কহিনুর
অগণিত শুদ্ধশ্রেয়ী ঘোষণা হিরাময়ী পাথর।
আমি হৈমন্তী
সাহিত্যচর্চা সভার আলোকিত নারীমুখ।
আমি তিলককন্যা
অযত্নে অবহেলায় ঝরে পড়া এক সায়ুরী।
আমি চন্দ্রাবতী
আড়ালে কারো চোখে যত্নে আঁকা ছবি।
আমি চিত্রাঙ্গদা
রূপালী আলোয় গৃহত্যাগী যুবকের মৃত্যু।
আমি প্রিয়তমা
মণিপুরের রাজকন্যা বীর সাহসী যোদ্ধা।
আমি রূপা
বালকের মনের কোণের তীব্র আকাঙ্ক্ষা।
আমি অনুরাধা
হিমুর জন্যে অপেক্ষমান অভিমানী প্রেমিকা।
আমি কাব্যিকা
তোমাদের কল্পজগতের বাইরের কোনো রূপকথা।
আমি মন”পাখি
নিঝুম রাতে অকারণে লেখা তোমার মনের কথা।