স্টাফ রিপোর্টার: কুমিল্লার চৌদ্দগ্রামে পৌরসভাধীন কালির বাজার বৈশাখী মাঠে মাসব্যাপী শিল্প মেলার উদ্বোধন করা হয়েছে। চৌদ্দগ্রাম পৌরসভার আয়োজনে গতকাল সন্ধ্যায় ফিতা কেটে মেলার শুভ উদ্বোধন করেন উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক ও পৌর মেয়র মিজানুর রহমান মিজান।
পরে মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন মেয়র মিজানুর রহমান, প্যানেল মেয়র আলহাজ্ব কাজী নজরুল ইসলাম কামাল, কাউন্সিলর মফিজ মিয়া, সাইফুল ইসলাম পাটোয়ারী, ইউনুছ মিয়া, কাজী বাবুলসহ স্থানীয় আ’লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও শ্রমিকলীগের নেতৃবৃন্দ। এবারের মেলায় বিভিন্ন পণ্য সামগ্রীর প্রায় ৬০টি স্টল রয়েছে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত এ মেলা চলবে। মেলায় বাচ্চাদের জন্য নাগরদোলা, জাম্পিং, ওয়াটার রাইডার, নৌকা দোলনা, ট্রেন রাইডার, পৃথিবী রাইডিং বেবি কারসহ নানা রকম খেলনার স্টল রয়েছে।